Sunday, October 13, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদবারহাট্টা উপজেলানেত্রকোনায় ২৫ টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

নেত্রকোনায় ২৫ টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

২য় ধাপে অনুষ্ঠিত ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার তিনটি উপজেলার ২৬ টি ইউনিয়নের মধ্যে আজ ২৫ টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল আটটা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জেলার বারহাট্টা, সদর ও আটপাড়া তিনটি উপজেলায় ২৪৬ টি কেন্দ্রের ১২৮৬ টি বুথ কক্ষে শুরু হয়েছে ভোট গ্রহণ।

প্রতিটি কেন্দ্রেই ব্যালট পেপার এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট চলবে টানা বিকেল চারটা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশস প্রশাসন বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রেই নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন ভোটাররা। সদর উপজেলার বাংলা ইউনিয়নের সতেরশ্রী প্রাথমিক বিদ্যালয়, রায়পুর ইউনিয়নের সিস্রাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতিও বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন ভোটাররা।

নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, তিন উপজেলার ২৬ টি ইউনিয়নের মধ্যে আজ ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ২৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্যপদে ৮১৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনটি উপজেলায় মোট ভোটার রয়েছেন ৪ লক্ষ ৬৪ হাজার ৫৬২ জন। এর মাঝে পুরুষ ভোটর ২,৩৫, ০৯২ জন ও নারী ভোটার ২,২৯, ৪৬৪ জন। সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

জেলা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান পুলিশ সুপার মো.স আকবর আলী মুনসী জানান, কঠোর নিরাপত্তায় আমাদের সকল বাহিনী নিরলসভাবে কাজ করছে। কোন ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না। বিগত দিনের পৌর সভার নির্বাচনগুলোর মতোই জেলায় এই নির্বাচনটি সম্পন্ন করতে পারবো শান্তিপূর্ন পরিবেশে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments