নেত্রকোনায় গত চব্বিশ ঘন্টায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত একজনই পুরুষ। ময়মনসিংহ ল্যাবে ১৯ টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়নি একটিও।
জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয় নি। তবে COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ২৮ জনের। তার মধ্যে একজন শনাক্ত হয়েছেন। এছাড়া নতুন মৃত্যু নেই। আক্রান্ত ব্যাক্তি খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনা পাঠানো হয়েছে ৩২০৪৬ টি। এ পর্যন্ত ৩১৯৫৩ টির রির্পোট পাওয়া গেছে জেলায় শনাক্তকৃত সর্বমোট ৪৮০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮৩২ জন। মোট এ পর্যন্ত মৃত্যু- ১২৩ জন।