সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমিকে আরো শ্রীবৃদ্ধির মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
যাতে করে এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা তাদের নিজস্ব সংস্কৃতির চর্চা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারে।”
আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমী পরিদর্শন করে আলোচনায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি, একাডেমিতে বঙ্গবন্ধু ভাস্কর্য সহ বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন।এদিকে প্রতিমন্ত্রীকে একাডেমির শিল্পীরা নেচে গেয়ে ফুল দিয়ে বরণ করে নেন। একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমা, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।