নেত্রকোনায় তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে নির্বাহী অফিসারের সহযোগিতায় সভার আয়োজন করে তথ্য কমিশন।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য কমিশনের পরিচালক প্রশাসক জে. আর. শাহরিয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন চন্দ্র প্রামাণিক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, তুহিন আক্তার।
এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও, স্বাস্থ্য বিভাগসহ সকল বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।