সোহান আহমেদ:
করোনা পরবর্তী সময়ে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা পৌর শহরের কাটলি নারী প্রগতি সংঘ হলরুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উদ্যোগ জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
এতে জন উদ্যোগ ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা পৌরসভার প্যানেল অব মেয়র এসএম মহসিন আলম। এছাড়াও বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘ নেত্রকোনা ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাসসহ আরো অনেকেই।
সকল করবে এ সময় বক্তারা, চলমান করোনা পরিস্থিতি ও পরবর্তী সময়ে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক নানা দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় মত বিনিময় সভা বিভিন্ন এলাকা থেকে আগত নারী প্রগতি সংঘের সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।