সোহান আহমেদ:
নির্মান কাজ শেষ হওয়ার আগেই নেত্রকোনার পূর্বধলা সড়কে ধ্বস দেখা দিয়েছে। নির্মান কাজে নিন্ম মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলছেন স্থানীয়রা। সেইসাথে কাজে ধীরগতির ফলে চরম দূর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। তবে নিন্মমানের কাজের অভিযোগ অস্বীকার করে ধসে যাওয়া স্থান পূনরায় মেরামতের আশ^াস সড়ক বিভাগের।
পূর্বধলা থেকে নেত্রকোনা পর্যন্ত মাত্র ১৫ কিলোমিটার সড়ক হলেও দীর্ঘদিন ধরেই সড়কটির বেহাল অবস্থায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন অন্তত কয়েক লাখ মানুষ। এমনাবস্থায় সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় কতৃপক্ষ। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ৪৮ কোটি ২৩ লাখ টাকা বরাদ্ধ দিয়ে দরপত্র আহবান শেষে রানা বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্টানকে কার্যাদেশ দেয়া হয়। আগামী ৩০ জনু ২০২১ শেষ হওয়ার কথা রয়েছে সড়ক নির্মান কাজ। কিন্তু কাজে ধীর গতির ফলে সঠিক সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারিরা।
এদিকে কাজ শেষ হওয়ার আগেই পূর্বধলার নারায়ন ডহর এলাকায় সড়ক স্থায়ী করেণ বøক দ্বারা নির্মিত বাঁধের বিভিন্ন অংশ ধসে গেছে। এরকারণ হিসেবে নির্মান কাজে ব্যবহৃত মালামাল নিন্মমানের হওয়ায় এমন অবস্থা হয়েছে অভিযোগ তুলছেন স্থানীয়রা। কাজের শুরুতেই নিন্মমানের কাজ হওয়ার অভিযোগ করলেও উল্টো হয়রানির স্বীকার হয়েছেন বলে জানান তারা।
তবে নিন্মমানের কাজের অভিযোগ অস্বীকার করে ধসে যাওয়া স্থান পূনরায় মেরামতের আশ^াস দিয়েছেন নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম। দীর্ঘদিনের প্রত্যাশিত নেত্রকোনার পূর্বধলা সড়কটির গুনগত মান ঠিক রেখেই নির্মান কাজ সম্পন্ন হবে এমন প্রত্যাশা পূর্বধলাবাসীর।