সোহান আহমেদ:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ও চলমান লকডাউন পরিস্থিতিতে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে ছিন্নমূল হতদরিদ্র মানুষদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ বিধি মেনে দিনব্যাপী নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ২ হাজারেরও বেশি মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রথম ধাপে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম। এ সময় পৌরসভায় কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদকে ঘিরে নেত্রকোনা পৌরসভা পক্ষ থেকে হতদরিদ্র ৫ হাজার ৬শ ২১ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এছাড়াও প্রতিদিন জেলা শহরের বিভিন্ন এলাকা সহ সকল উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। সেই সাথে জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের নির্দেশনায় ট্রিপল থ্রি নাম্বারে ফোন করে সহায়তা চাইলেই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেয়া হচ্ছে কর্মহীন মানুষের দোরগোড়ায়। করোনা সংকট ও আসন্ন ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি ছিন্নমূল মানুষেরা।