নেত্রকোনা নতুন করে ৩৫ জন করোনা শনাক্ত হয়েছেন। তবে চব্বিশ ঘন্টায় নতুন কারো মৃত্যু হয়নি। শনাক্তদের মধ্যে ২০ জন পুরুষ ১৫ জন নারী। ময়মনসিংহ ল্যাবে ৮৯ টি নমুনা পরীক্ষায় ১৯ জন শনাক্ত।
জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয়েছে ৭ জনের। তার মধ্যে শনাক্ত ৪ জন। জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ৫৬ জনের। এদের মধ্যে শনাক্ত ১২ জন। মোট শনাক্ত জেলায় সদর ১১ জন, আটপাড়ায় ২ জন, পুর্বধলায় ৬ জন, মোহনগঞ্জ ১ জন, কলমাকান্দায় ১ জন ও কেন্দুয়ায় ১৪ জন। এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো মোট নমুনার সংখ্যা ৩০৩১৪ টি।
তারমধ্যে এ পর্যন্ত ২৯৯০৭ টির রির্পোট পাওয়া গেছে। জেলায় করোনা শনাক্ত সর্বমোট ৪৬১৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে এ পর্যন্ত ২৮৭৬ জন। এ পর্যন্ত মৃত্যু- ১২১ জন।