ফয়েজ আহম্মদ হৃদয়,মদন:
আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পুলিশের হাত থেকে পলাশ (১৮) নামের পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার হয়েছে। সোমবার(৩১ মে) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি গেপ্তারের বিষয়টি মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস আলম নিশ্চিত করেছেন।
রবিবার (৩০) বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়ের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশ কে আটক করে জনতা। পরে তাকে মদন থানা পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে সোমবার দুপুরে সিএনজি দিয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করে পুলিশ। থানা থেকে মদন বাজার নামক স্থানে পৌঁছলে বৃষ্টি শুরু হলে হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই পাশের উপজেলা কেন্দুয়া থেকে তাকে গ্রেপ্তার করে।