নেত্রকোনার পুর্বধলায় স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে ফুল দিয়ে যাওয়ার হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ চারজন। তাদের উপর অতর্কিতে হামলা চালালে রক্তাক্ত জখম হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ¯েøাগান বেরিয়ে যাবার সময় অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, পুর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সেলায়মান হোসেন হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক রনি বেপারি, দপ্তর সম্পাদক সালমান হাসান ও কর্মী রুহুল আমীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচী সকালেই শেষ হলেওে যারা বিছিন্ন ভাবে আসছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। দুপরে উপজেলা ছাত্রলীগের সভাপতি সেলায়মান হোসেন হাসিব সহ কয়েকজন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা চলে যাচ্ছিলো। এসময় জয়বাংলা ¯েøাগান দিয়ে বের হওয়ার পথে অতর্কিতে ছাত্রলীগের আরেকটি অংশের ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের মধ্যে গুরুতর চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
হামলাকারীদের মধ্যে এমপির এপিএস আল আমিন হোসেনের ছেলে সাব্বির আহমদের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল আলম প্রভাত, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম খানসহ বেশ কজন হামলা চালায়। এব্যাপারে কথা বলতে সাব্বির আহমদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি কেটে দেন।
পুর্বলধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ফুল দেয়ার কাজ সকালেই শেষ হয়ে গেলে এসিল্যান্ড সহ সকলেই উপস্থিত ছিলেন। পরে দুপুরের দিকে হাসিব তার নেতৃত্বে ফুল দিয়ে ¯েøাাগান দিয়ে চলে যাচ্ছিলেন। এসময় অতর্কিতে এই হামলা চালায়। দেশিয় অস্ত্রসহ। এতে বুঝা যায় পূর্ব পরিবল্পিত। আহতরা চিকিৎসা নিয়েছে। তবে কোন অভিযোগ এখনো দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য গত সংসদ নির্বাচনে আহত ছাত্রলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতকি) এর ভাই জাবির সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনে কাজ করেছিলেন।