মোস্তাক আহমেদ খান, পুর্বধলা
নেত্রকোনার পূর্বধলায় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের সময় ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবসহ চার ছাত্রলীগ নেতা আহতের ঘটনা ঘটে। “পূর্বধলার মাটি ছাত্রলীগের ঘাঁটি; পূর্বধলার মাটি হাসিব ভাইয়ের ঘাঁটি” এই ধরনের স্লোগান দিতে থাকলে পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল আলম প্রভাত এবং স্থানীয় এমপির এপিএস আল আমিন হোসেন এর ছেলে সাব্বির আহমেদ এর নেতৃত্বে ২০/২৫ জন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিবসহ তার সাথে থাকা নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হৃদয় খান নাঈম ও জাহিদুল আলম প্রভাত নামে দুই ছাত্রলীগ নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। হৃদয় খান নাঈম পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও জাহিদুল আলম প্রভাত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগের গঠনতন্ত্রের পরিপন্থী কাজে জড়িত থাকায় পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় খান নাঈম ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল আলম প্রভাতকে পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা তিন কর্ম দিবসের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।