মোঃ আল মুনসুর, পূর্বধলা:
নেত্রকোনার পূর্বধলায় আজ বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে গলায় ফাঁস দিয়ে কলি আক্তার মিম (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলা সদর ইউনিয়নের বাঘবেড় গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও স্থানীয় বর্ণাকান্দা মহিলা কওমী মাদ্রাসার ছাত্রী ।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, কলি আক্তার কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিল। মাঝে মধ্যেই ঘরের আসবাবপত্র ভেঙ্গে ফেলত। আজ বিকাল সোয়া ৫টার দিকে সে সবার অজান্তে নিজ ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি