মো: আল মুনসুর, পূর্বধলা: নেত্রকোনার পূর্বধলায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) ট্রেনে কাটা পড়ে রেখা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সে উপজেলার খলিশাপুর ইউনিয়নের জাওয়ানি গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী। জানা যায়, সকাল সাড়ে সাতটায় জারিয়া- ময়মনসিংহ ২৭২ নং ডাউন ট্রেনটি জারিয়া যাওয়ার পথে ধারা ইউনিয়ন পরিষদের সামনের এ দুর্ঘটনা ঘটে।
দীর্ঘদিন যাবত সে মানসিক বিকারগ্রস্থ ছিলেন। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এ.এস.আই ফারুক আহমেদ জনান, নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্তে না নেওয়ার জন্য আবেদন করলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।