মো. আল মনসুর, পূর্বধলা
জেলার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫৩ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার (২৩ জানুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুমী আকন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাসরীন বেগম সেতু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, সাবেক ডিপুটি কমান্ডার আঃ রব প্রমুখ। পরে সাংসদ ৫৩টি গৃহহীন পরিবারের মধ্যে ঘর ও ভূমির দলিল হস্তান্তর করেন।