হুমায়ুন কবির, কেন্দুয়া: বাদ্য বাজনার তালে তালে হেলে ধুলে ওঝা মন্ত্র পাঠকরে রোগীর শরীলে ঝাঁড়ফুঁক দিচ্ছে। এছাড়াও ওঝা তেলের সাথে বিভিন্ন ধ্রব মিশ্রিত করে রোগীর শরীরে ম্যাসাজ করে, এ ভাবেই চলছে
প্যারালাইসিস রোগীর চিকিৎসা।
রোগীর নাম সামছ উদ্দিন (৭০) তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তারাকান্দিয়া গ্রামের। রোগীর স্বজনরা বলছে,প্রায় এক বছর আগে ষ্টোক করে তাঁর শরীরের এক পাশ অবশ হয়ে যায়। প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দেখে ঔষধ সেবন করার নির্দেশ দেন।
কিন্তু দীর্ঘদিন ডাক্তির চিকিৎসায় রোগীর আবস্থা তেমন ভাল না হওয়ায়। পরে রোগীর স্বজনরা ওঝার শরণাপন্ন হয়। এরপর থেকে চলছে ওঝা-কবিরাজের চিকিৎসা। খবর পেয়ে পাশের মদন উপজেলার থেকে মনফর ওঝা এসে রোগীর চিকিৎসা করছেন ঝাড়ফুঁক দিয়ে। এবিষয়ে রোগীর স্বজনরা বলছে, ওঝার ঝাড়ফুঁকতে রোগীর অবস্থা আগের থেকে ভাল হওয়ার পথে।