সোহান আহমেদ:
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় বাধা, কর্মী সমর্থকদের উপর হামলাসহ মিথ্যা মামলা দিয়ে পুলিশী হয়রানীর প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়ায় সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী।
আজ শনিবার দুপুরে কেন্দুয়া উপজেলার মোজাফফর ইউনিয়নের গগডা গ্রামে নিজ বাড়িতে স্বতন্ত্র প্রার্থী ফারজানা আফরোজ হ্যাপির নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গ্রামের মজিবুর রহমান, লুৎফর রহমান লিটন, সবুজ মিয়াসহ এলাকার আরো অনেকে।
এসময় স্বতন্ত্র লিখিত বক্তব্যে জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই মোজাফফরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী জাকির আলম ভূঁইয়া সাধারণ ভোটার ও সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। এমতাবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট পরিবেশ তৈরিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।