সম্প্রতি বজ্রপাতে প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকটাই শঙ্কিত নেত্রকোনার সর্বস্তরের সাধারণ মানুষ। গেল ৪ বছরে বজ্রপাতে নারী শিশুসহ মৃত্যু হয়েছে ১৩৬ জনের। প্রাকৃতিক এই দুর্যোগ থেকে রক্ষায় জনসচেতনতার পাশাপাশি বজ্রপাত নিরোধ কল্পে এখনই ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবিদসহ সকল শ্রেণী পেশার মানুষের। এমন প্রকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে এরই মধ্যে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।