সাইফুল আরিফ জুয়েল, বারহাট্টা:
নেত্রকোনার বারহাট্টায় অটোরিকশা গ্যারেজে জুয়া খেলার সময় ৭ ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্রতারকৃতরা হলেন, উপজেলার ইসপিঞ্জারপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ রাইছ মিয়া (৩৫), মহাজনপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম সোহেল (৩৬), বৃ-কালিকা গ্রামের মাইন উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩৭), মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ ফারুক মিয়া (২৯), মোঃ নুরু মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩০), মোঃ নবী হোসেনের ছেলে মোঃ আব্দুল ও ছায়েদ মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (৪০)।
শনিবার (১ জুলাই) বিকেলের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে উপজেলার বারহাট্টা-মোহনগঞ্জ সড়ক-পাশ্ববর্তী মহাজনপাড়া গ্রামের লিটন মিয়ার অটোগ্যারেজ থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে তাদের জুয়াখেলারত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাদিসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।