Thursday, March 28, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদবারহাট্টা উপজেলাবারহাট্টায় স্বাস্থ্য বিধি মানাতে বাজারে বিএনপিএস

বারহাট্টায় স্বাস্থ্য বিধি মানাতে বাজারে বিএনপিএস

নেত্রকোনার বারহাট্টায় বাজারগুলোতে স্বাস্থ্য বিধি মানাতে সচেতনতা কর্মসূচি বের করেছে বিএনপিএস।
কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্যকারীদের সচেতন করতেই বুধবার বিকালে এ কর্মসূচি নেয়।

ব্যবসায়ী ও সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে উপজেলার আসমা ইউনিয়নের বাজারে বনিক সমিতিকে সম্পৃক্ত করে বেসরকারি উন্নয়ন সংগঠন নারী প্রগতি সংঘের কর্মীরা প্রচারণা চালায়। প্রত্যেক ব্যবসায়ীকে বিকাল ৫ টার মাঝে তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং সবসময় মাস্ক ব্যবহার করে স্বাস্ব্যবিধি মেনে চলার জন্য উদ্ধুদ্ধ করেন। এসময় প্রত্যেক ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিত ভৌমিক জানান গ্রামের মানুষ বেশি অসচেতন। এদিকে কোভিড সংক্রমণ এখন গ্রামে ছড়িয়ে পড়ছে আশংকাজনক ভাবে। তাই তাদের মাঝে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

এই প্রচারণা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার আতাউর রহমান, বণিক সমিতির সভাপতি আজিজুল হক, সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম, সদস্য আঞ্জুরুল হক সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments