বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনায় জেলা প্রশাসনসহ পরিবেশ রক্ষাকারী বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী নেয়া হয়েছে।
আজ শনিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের চত্বরে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কমিটি এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বানয়ন কর্মসূচী গ্রহণ করেছে। এসময় জারুলম, কৃষ্ণচূড়াসহ নানা সৌন্দর্য্য বর্ধন গাছ লাগানো হয়েছে। এছাড়াও নেত্রকোনার শহরের ঐতিহ্যবাহী মগড়া নদী রক্ষায় সৌন্দর্য বর্ধনে পরিকল্পনা গ্রহণ কল্পে নদীর প্রতিবন্ধকতা বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়।
এ সময় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র এস এম মহসীন আলম ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহন লাল সৈকত সহ বিভিন্ন বিভাগরে কর্মকর্তাদের নিয়ে শহরকে প্যাচিয়ে রাখা নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
এসময় নদীটি দখলমুক্ত সহ ময়লা আবর্জনা অপসারণ করে সৌন্দর্য বর্ধনে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক।