ফয়েজ আহম্মদ হৃদয়, মদন:
নেত্রকোনার মদনে ঝর্ণা আক্তার (২২) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় সে। ঝর্ণা আক্তার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের আল আমিনের স্ত্রী ও মদন উপজেলার শাহপুর গ্রামের বকুল মিয়ার মেয়ে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে মদন উপজেলার শাহপুর গ্রামের বকুল মিয়ার মেয়ে কে বিয়ে করেন খালিয়াজুরী উপজেলার বাতুয়াইল গ্রামের মৃত মুখলেছ মিয়ার ছেলে আল আমীন। দাম্পত্য জীবনে এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তাদের। সোমবার সকালে স্বামী আল আমিন কৃজি কাজ করতে হাওরে চলে গেলে স্ত্রী ঝর্ণা আক্তার (কীটনাশক) বিষ পান করে। পরে প্রতিবেশী লোকজন তাকে মদন হাসপাতালে নিয়ে এলে কর্বব্যরত চিকিৎসক ডাক্তার রুজি মৃত ঘোষনা করেন।
ঝর্ণার মামা সুজন মিয়া বলেন, আমার ভাগ্নী কেন আত্মহত্যা করেছে তার কিছুই বুঝতে পারতেছি না। মৃত্যুর কারণটি রহস্যজনক। আমরা ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।
মদন থানার উপ-পুলিশ পরিদর্শক আশরাউল ইসলাম বলেন, ঝর্ণা আক্তারের মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। ঘটনাস্থল খালিযাজুরী উপজেলায় তাই এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।