নেত্রকোনায় কবি শাম্মি খানের প্রথম কাব্যগ্রন্থ “বেদনার চৌকাঠ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ বুধবার রাত আটটায় উদীচী কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবিতা পাঠ ও কবিকে উৎসাহিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র চন্দ্র সরকার, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ননী গোপাল সরকার, ছড়াকার শ্যামলেন্দু পাল, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, কবি নেহাল হাফিজ, ভালোবাসার কবি হিসেবে খ্যাত কবি তানভীর জাহান চৌধুরী, কবি এনামুল হক পলাশ, কবি সোহরাব উদ্দিন আকন্দ ও কবি শাম্মি খান প্রমুখ। সাংবাদিক সঞ্জয় সরকারের সঞ্চালনায় আলোচনা শেষে অতিথিরা বইয়ের মোড়ক উন্মোচন করেন।
কবি শাম্মি খান তার কাব্যগ্রন্থের কাব্যে তিনি কোমল মন ক্ষত বিক্ষত সমাজের নির্যাতিত নারীদের কথাও তুলে ধরেছেন। কবির মন পাহাড়ি ঝর্ণার মতোই চঞ্চলতায় সমাজের সবখানে ঘুরে বেড়িয়ে সে সকল না বলা কথাই ফুটিয়ে তুলেছেন কবিতায়।