ফয়েজ আহম্মদ হৃদয়, মদন: নেত্রকোনার মদনে কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলন জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের বটতলা বাজারে পাশে ভ্রম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ । এ সময় জঙ্গল টেংগা গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে ড্রেজার মালিক নূর নবীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া উপজেলার বটতলা বাজার এর পাশে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু মাটি উত্তোলন করে বিক্রি করায় বালুমহাল ও মাটি ভরাট ব্যবস্থাপনা আইন ২০১০ (৪) এর (১৫) আইনে ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়েছে।