পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার মদনে তিয়শ্রী বাজারে বিচু মিয়া (৫০) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কিছুদিন পুর্বের একটি ঘটনায় বিচু মিয়া ওই মার্ডার মামলার অন্যতম আসামী। পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে এসে তিয়শ্রী এক আত্মীয়ের বাড়িতে থাকেন। আজ শনিবার বিকালে বাজারে গেলে সন্ধ্যার দিকে প্রতিপক্ষের লোকজন বাজারে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। একজন মারা গেছেন। তবে আটকের বিষয়টি তিনি জানান পরিস্থিতি স্বাভাবিক করতে এখানে যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা বাদের জন্য নেয়া হচ্ছে