পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলায় প্রতিপক্ষের কিল ঘুষিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে যুবকের মৃত্যু।
উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি গ্রামের ইজ্জত আলীর ছেলে মাসুদ মিয়া (৩৫) নামে যুবক আজ রবিবার (৭ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান আজ দুপুরে বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে আরো জানান, উপজেলার বাঁশরী গ্রামের তানভীরের নিকট মাসুদ মিয়ার সাড়ে ৬ হাজার টাকা পাওনা ছিল।
শনিবার সন্ধ্যার পর তানভীরের নিকট পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে তানভীর উত্তেজিত হয়ে সাথে থাকা রোমানসহ মাসুদ মিয়াকে মুখে ও শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মারতে থাকে।
এতে মাসুদ মিয়া মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
পরে তাকে স্থানীয়রা রাতেই মদন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করলে আজ ভোরে চিতিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।