হঠাৎ বৃষ্টি উপেক্ষা করেই নেত্রকোনায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর মেয়রের আলোক প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রথম প্রহরের সূচনা করা হয়।
পরে সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে জেলা প্রশাসক, জেলা পরিষদ, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে ভাষা দিবসের আয়োজন চমৎকার ভাবে শুরু হলেও হঠাৎ বৃষ্টিতে কিছুটা ছন্দ পতন ঘটে। তখন যে যার যার মতো করে বিভিন্ন স্থানে আশ্রয় নেন। যদিও ভারি বৃষ্টি হয়নি।
কিন্তু বৃষ্টির কারণে চমৎকার নিরাপত্তা প্রস্তুতির কিছুটা বেঘাত ঘটে।
এরপরও থেমে থাকে নি শ্রদ্ধা নিবেদন।
নেত্রকোনার ছোট বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সর্বস্তরের জনগণ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
আর শ্রদ্ধা নিবেদনের সড়কের পাশেই ফুল বিক্রেতারা বসেন ফুল বিক্রি করতে।