সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জে:
নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইনসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার রাত সাড়ে চারটার দিকে পৌরশহরের দৌলতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌরশহরের দৌলতপুর গ্রামের মৃত. আব্দুল হান্নানের ছেলে আবুল খায়ের ( ৩৭) ও আবুল হায়াত (৩১)। পুলিশ জানায়, দৌলতপুর গ্রামে মাদক কেনা-বেচা হচ্ছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুইজন পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধরে শরীর তল্লাশি করে ৬৯ পুড়িয়া (৮ গ্রাম) হেরোইন পাওয়ার পর তাদের আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, দুই ভাইয়ের নামে মোহনগঞ্জ থানায় দুটি মাদকের মামলা রয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক দুইজনের নামে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।