Saturday, September 14, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকলমাকান্দা উপজেলামানবিক সোসাইটি নামক একটি গ্রুপের উদ্যোগে পল্লীতে মাস্ক বিরতণ

মানবিক সোসাইটি নামক একটি গ্রুপের উদ্যোগে পল্লীতে মাস্ক বিরতণ

আপন সাহা, কলমাকান্দা:
নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত উপজেলার বিশরপাশা পল্লিতে মানবিক সোসাইটি’র উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে (২৮ জুলাই) বিশরপাশা বাজারে ওই সংগঠনের তরুণরা করোনা সচেতনতায় গ্রামের মানুষদের মাঝে ১০০০ মাস্ক বিতরণ করে।পাশাপাশি তারা করোনা মহামারীতে বিধি নিষেধ মানতে গ্রামীণ বাজারের মানুষদেরকে সচেতনতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশরপাশা বাজার কমিটির সভাপতি ফজলু মন্ডল, ওয়ার্ড যুবলীগের সভাপতি শামসুল হক, কলমাকান্দা উপজেলা যুবনেতা নূর মাহমুদ খান স্মরণ, ব্যবসায়ী মোশারফ হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মামুন খান, উপদেষ্টা রুহুল আমিন, কার্যনির্বাহী সভাপতি গ্রাম ডা. কাজল রায়, কার্য নির্বাহী সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ন সম্পাদক উজ্জ্বল সাহা, যুগ্ন সম্পাদক জয় সাহা, প্রচার সম্পাদক রুবেল তালুকদার, সদস্য উজ্জ্বল শীল, ব্যবসায়ী মিশন মিয়া, ব্যবসায়ী আলী ইসলাম, ছোটন মন্ডল, কলমাকান্দা উপজেলা আওয়ামী তরুনলীগের সভাপতি প্রজেশ আচার্য্য, বিশরপাশার সাবেক ছাত্রলীগ নেতা সুইটন মন্ডল সহ আরো অনেকেই।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments