নেত্রকোনায় সড়ক পারাপারের সময় পিকাপ চাপায় আব্দুল গণি (৫৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।
আজ শনিবার রাতে শহরের মোক্তারপাড়ায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটে এই দুর্ঘটনা।
নিহত আব্দুল গনি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
তিনি নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার শেষে বাড়ি ফিরিলেন আব্দুল গণি।
এসময় মোক্তারপাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খেয়ে আঞ্জুমান স্কুলের মূল ফটকের সামনে সড়ক পার হচ্ছিলেন।
তখনই দ্রুত গতির একটি পিকাপ ভ্যান তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
পিকাপটিকেও জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।