নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে চার ডিজিটাল জুয়ারিকে হাতেনাতে আটক করে কোর্টে সোপর্দ করেছে পুলিশ।
আটক যুবকরা হলেন, উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত.আবুল ফজল মিয়ার ছেলে মেহেদী হাসান জয় (২২), সাতুর গ্রামের তুফানি সরদারের ছেলে মো. নূর আলম (১৯), দেওথান গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও মাঘান গ্রামের মৃত. খোকন মিয়ার ছেলে মো. আল আমিন। আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে পৌরশহরের বিএনপি অফিস মোড়ের একটি চায়ের দোকানে খেলারত অবস্থায় ওই চারজনকে আটক করে এসআই মো. হারুনুর রশিদ ও তার টিম।
পুলিশের দাবি, মোবাইল অ্যাপে জুয়া খেলা চলছে এমন একটি গোপন খবরে গিয়ে তাদেরকে খেলারত অবস্থায় পাওয়া যায়। এসময় ওই চারজনকে আটক আটক করা হয়।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।