সোহান আহমেদ কাকন, নেত্রকোনা: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে এই ম্যারাথন প্রতিযোগিতায় কয়েকশত প্রতিযোগী অংশ নেয়। তবে শুক্রবার সকাল ৭ টায় দৌড় শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসন মাঠে আসেন সাড়ে সাতটায়।
পরে ৭ টা ৩৫ মিনিটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান।
এ সময় পুলিশ সুপার আকবর আলী মুনসী ও সেনাবাহিনীর মেজর লেলিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চ থেকে বিজিবি ক্যাম্প হয়ে আবারও মোক্তারপাড়া মাঠ পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে এ প্রতিযোগিতা হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের আসার পর তাদের নাম ঘোষণা করেই ৮ টা ২ মিনিটে মাঠ ছাড়েন প্রশাসন।
তবে অংশগ্রহণকারীদের অন্য কাউকেই অভ্যর্থনা না জানানোয় এবং মাঠ ছেড়ে চলে যাওয়ায় দৌড় সমাপ্তকারীরা ক্ষোভ প্রকাশ করেন।
শেষে মোক্তারপাড়া মাঠে জড়ো হয়ে সকলেই এমন অব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসনের দিকে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।