নেত্রকোনা বড় রেল স্টেশন সংলগ্ন রেল কলোনি প্রাঙ্গনে মহিলাসহ বিভিন্ন স্তরের লোকদের নিয়ে মাদক বিরোধী এক আলোচনা সভা গত মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যোগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য পাড়া ও মহল্লার লোকদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন, কলোনির কমিউিনিটি ফোরাম সভাপতি আবুল কালাম আজাদ, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, কলোনি নেত্রী বেবি আক্তার, নারী নেত্রী কল্পনা থোষ. মানবাধিকার নাট্য ফোরাম সভাপতি সালাউদ্দিন খান রুবেল প্রমুখ।