সারাদেশের ন্যায় আজ শুক্রবার লক ডাউনের তৃতীয় দিনেও নেত্রকোনায় ঢিলেঢালা ভাব। মানুষের চলাচল থেমে নেই। শুক্রবার বলে অনেকেই জুম্মা পড়ার কথা বলছেন চেকপোস্টগুলোতে।
প্রতিদিন সকাল থেকে সড়ক গুলোর মোড়ে মোড়ে পুলিশ থাকলেও মানুষের ভেতরে সচেতনতা নেই বললেই চলে। পুলিশও যেনো হাপিয়ে উঠেছে সাধারণ মানুষের এমন আচরণে। যে কারনে শুক্রবার দুপুর পর্যন্ত কোথাও কাউকে পুলিশ আটকাতে দেখা যায়নি।
এদিকে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়লেও সচেতনতা এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রম লিখালিখি আর মাইকিংয়েই সীমাবদ্ধ। তবে পুলিশের পক্ষ থেকে প্রতিদিনের রুটিন তারা পালন করেই যাচ্ছেন।