নেত্রকোনার মদন উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) বেলা আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ। শপথে অংশ নেন আটটি ইউপির ৭২ জন সাধারণ ও ২৪ জন সংরক্ষিত নারী সদস্য। শপথ গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ এবং সংরক্ষিত নারী ইউপি সদস্যদেরকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এর আগে সোমবার আটটি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ্নূর রহমান, নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমসহ নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।