নেত্রকোনায় ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শহীদ মিনার এঁকে প্রথম স্থান অধিকার করেছে অদ্রিজা তালুকদার। ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থী। জেলার হাওরাঞ্চল মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াদার ইউনিয়নের ডিঙ্গাপোতা হাওরের মল্লিকপুর গ্রামের অনুপ তালুকদারের কন্যা।
ভাষা দিবসের শহীদদের স্মরণে নিমির্ত শহীদ মিনার এঁকে সোমবার প্রশংসা কুঁড়িয়েছে শিশুটি। প্রতিযোগিতার বিচারকদের দৃষ্টিতে প্রথম স্থান অধিকার করে শিশুটিও বেশ আন্দোলিত। বড় হয়ে অনেক বড় চিত্রশিল্পী হতে চায় অদ্রিজা। তার হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সরকার। এসময় অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হয়।