সোহান আহমেদ কাকন: নেত্রকোনায় সরকারি শিশু পরিবারে শিশু বিকাশ চত্বরের শুভ উদ্বোধন ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
শনিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের সরকারি শিশু পরিবার (বালক) বিকাশ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এর আগে শিশু বিকাশ চত্বর ও অপেক্ষালয়ের উদ্বোধনী ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
উদ্বোধন শেষে শিশু পরিবারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরে আলোচনা সভায় তারেক হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন আলাল, উপজেলা নির্বাহী অফিসার মাসুদা আক্তার , অতিরিক্ত পুলিশ সুপার আল আমীনসহ আরো অনেকেই।
আলোচনা শেষে সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সকল শ্রেণীর মানুষের উন্নয়নে কাজ করছে।
এরই অংশ হিসেবে সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সমাজ কল্যাণ মন্ত্রনালয়। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা শিশু পরিবারের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।