প্রতিবছরের ন্যায় এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ ব্যাচ নেত্রকোনা জেলার কতৃক আয়োজিত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন কর্মসুচী ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল।
জেলার আনন্দ বাজার,বড় স্টেশন, কুড়পার, নতুন জেলখানার পাশে সহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরন করা হয়। এতে অংশ গ্রহন করে ব্যাচের সদস্য খাইরুল, নুরনবী,মামুন আকন্দ,রাসেল, মুন্না, রুবেল,রনি,তোফাজ্জল, হাদিউল সহ আরো অনেকেই।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি গতবছর করোনা কালিন সময়ে বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক কর্মসূচি,বৃক্ষ্যরোপন, ঈদে অসহায় ও নিন্মআয়ের মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে।