Sunday, December 15, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদখালিয়াজুরী উপজেলাশুদ্ধাচার পুরস্কারে ভূষিত খালিয়াজুরীর ইউএনও

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত খালিয়াজুরীর ইউএনও

মহসিন মিয়া, খালিয়াজুরী:
শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় নেত্রকোনা জেলায় সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ‘শুদ্ধাচার পুরস্কার-২০২১’ পেলেন খালিয়াজুরীর ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম।

বুধবার (২৭ জুন) দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে তিনি ওই শুদ্ধাচার পুরস্কারের সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহন করেন। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান এ পুরস্কার তুলে দেন তার হাতে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মোঃ সুহেল মাহমুদ ও নেত্রকোনার ১০ উপজেলার ইউএনও এবং এ্যাসিলেন্ডগনসহ অনেকেই।

পুরস্কারে ভূষিত হয়ে অনুষ্ঠানে ইউএনও আরিফুল ইসলাম তার উদ্ধর্তন কতৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, এ পুরস্কার প্রাপ্তি তার কাজকে আরো গতিশীল করবে। আগামীতে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণাও যোগাবে। এসব তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী ইউএনও কার্যালয়ের অফিস সহকারি ইজহারুল হক।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments