Sunday, November 27, 2022
মূলপাতাঅন্যান্যশেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রেজিস্টার কাজী নাসির উদ্দিনকে পুনর্বহালের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২ টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শেহাবির চারটি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

এ সময় শিক্ষার্থীরা জানান, আমরা কারো বিপক্ষে নই। আমরা যৌক্তিক দাবী নিয়ে মানববন্ধন করছি।
তারা আরো বলেন, কোন রকম নিয়মনীতি অনুসরণ না করে একজন শিক্ষার্থীবান্ধব রেজিস্ট্রারকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালযয়ে শক্ত অবস্থানে ছিলেন। রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিনকে পূনবহালের দাবি জানায় তারা।

উল্লেখ্য, কোন কারণ দর্শানো নোটিশ প্রদান ছাড়াই সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করেই গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকল্লা খানের স্বাক্ষরিত এক চিঠিতে রেজিস্ট্রারকে অব্যাহতি দেয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ সংবাদ

Recent Comments