হুমায়ুন কবির, কেন্দুয়া:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বিশেষ প্রকল্প, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরে রাতের আধারে যারা আগুন ধরিয়ে দেয়। যারা আশ্রয়ন প্রকল্পের পক্ষে থাকা মানুষকে সমাজচ্যুত ঘোষনা করেন, তারাই প্রকৃত মানবাধিকার লংঘন করছেন। ‘সমাজচ্যুত ঘোষনা কি মানবাধিকার লংঘন নয়’। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই বলছি। কোন অন্যায়ের সাথে আপোস করা যাবে না।
বৃহস্পতিবার বিকালের নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত, বিএনপি- জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভায়, প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল উপরোক্ত কথা গুলি বলেছেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন, গৃহহীনদের কথা সব সময় চিন্তা করেন। তারা যেন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মাথা গোঁজার ঠাঁইটুকু পায়-সেই চিন্তা করেন। কিন্তু সেই পবিত্র কাজের বিরুদ্ধাচারণ করছে বিএনপি-জামাত সন্ত্রাসীরা।
বিএনপি-জামাত এখনও সোচ্চার। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিরুদ্ধাচারণ করাই তাদের মূল কাজ। বিএনপি-জামাতের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম আহম্মেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান (জুম্মন)এর সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, নেত্রকোনা জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক নুর খান মিঠু, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়া। এছাড়া কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।