জামালপুরে সাংবাদিক নাদিম হত্যাকারিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। রবিবার বেলা বারোটায় মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেনে বিক্ষুব্ধ সাংবাদিকরা।
নেত্রকোনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনের বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের সাংবাদিক শ্যামলেন্দু পাল, নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদ, যমুনা টিভির কামাল হোসইন, মাইটিভির আনিসুর রহমান ও বাংলানিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক আব্দুর রহমানসহ অনেকেই।
এসময় বক্তারা নাদিম হত্যাকারীদের দ্রæত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।