তাসমিয়া তহুরা:
নেত্রকোনায় সাহিত্য সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের পৃষ্টপোষক এবং নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি প্রয়াত কবি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর রচনাসমগ্র নিয়ে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা পাবলিক লাইব্রেরী মিলনাতয়নে প্রয়াতের জন্মদিনে রবিবার সন্ধ্যায় প্রকাশনা উৎসবের আয়োজন করেছে সাহিত্য সমাজ।
অনুষ্ঠানের শুরুতেই বাউল শিল্পী আবুল বাশার শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন। সাহিত্য সমাজের সাবেক সভাপতি অধ্যাপক মতিন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এসময় প্রয়াতের স্ত্রী নুসরাত আরা হাসিনা উপস্থিত ছিলেন। এছাড়াও ৩৫০ পৃষ্ঠার রচনাসমগ্র প্রকাশনা উৎসবে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবি, কবি-সাহিত্যক শিক্ষক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় প্রয়াতের রচনাসমগ্রের উপর সংক্ষিপ্ত প্রবন্ধ তুলে ধরেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা ওরফে কবি সরোজ মোস্তফা। পরে আলোচনা করেন প্রয়াতের সহধর্মিনী নুসরাত চৌধুরী, স্বজন মুক্তিযোদ্ধা আবু আক্কাস, প্রয়াতের ভাই মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উদীচীর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সানাওয়ার হোসেন ভুইয়া ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল। এচাড়াও প্রকাশনা উৎসবে উপিস্থিত ছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষার্থী ও স্থানীয় অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কামরুজ্জামান চৌধুরী নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি মদনপুর শাহ সুলতান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, দুর্বার গোষ্ঠীর সভাপতি, জনউদ্যোগের আহবায়ক, নেত্রকোনা জেলা রোভার স্কাউটের সম্পাদকসহ, রেড ক্রিসেন্ট, শিল্পকলা একাডেমি, হিমু পাঠক আড্ডাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আজীবন ও সাধারণ সদস্য ছিলেন। তিনি নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া নিবাসী বিশিষ্ট ব্যাক্তিত্ব মোসলেহ উদ্দিন চৌধুরীর একমাত্র ছেলে। এছাড়াও তিনি নেত্রকোনায় ষাটের দশকের পত্রিকা উত্তর আকাশের প্রতিষ্ঠাতা সম্পাদক খালেকদাদ চৌধুরীর ভাইয়ের ছেলে।