নেত্রকোনা নিরাপত্তার জন্য সাবরেজিস্টার অফিস জেলা শহরের কেন্দ্রতে স্থাপনের দাবীতে মানববন্ধন স্মারকলিপি প্রদান করেছে নাগরিক আন্দোলন
আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ে সামনে ও পরে মোক্তারপাড়া প্রেসক্লাবে সামনে নাগরিক আন্দোলনের ব্যানারে মানব্বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এতে জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও দলিল লেখক সমিতির সকল নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
আন্দোলনকারীরা পরে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান স্মারকলিপিটি গ্রহণ করেন।
জেলা শহর ছাড়িয়ে একটি ইউনিয়নের দিকে গুরুত্বপূর্ণ জমি জমা রেজিস্ট্রারের কার্যালয় নিয়ে যাওয়ার পায়তারা করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেছে।
ব্যাংক সহ সকল অফিস আদালতের বাইরে নিয়ে মানুষের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়ার বিষয়গুলো তুলে ধরে নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক খানে আলম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মান্নান খান আরজু, দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও হারুন অর রশীদ।