‘জাগো মানুষ, রুখে দাও সাম্প্রদায়িক সন্ত্রাস’ এই স্লোগানে নেত্রকোনায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক, সাংস্কৃতিক ও গণ সংগঠনের সমন্বয়ে আজ মঙ্গলবার বিকাল ৫ টায় নেত্রকোনা ছোটবাজার শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচী পালিত হয়েছে।
সম্মিলিত এই কর্মসূচীতে জেলা শহরের উদীচী, হিমু পাঠক আড্ডা, মহুয়া থিয়েটার, বৈচিত্র্য রক্ষা কমিটি সহ বিবিন্ন এনজিওরা নিজ নিজ ব্যানারে অংশ নেয়। এতে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে প্রতিবাদ জানায়।