সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও স্লোগানে নেত্রকোনায় সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল চারটায় শহরের ছোটবাজারস্থ স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচী পালন করেছে জেলা মহিলা পরিষদ।
এতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এছাড়াও এতে একাত্মতা পোষণ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছে। মানববন্ধন সমাবেশে শতাধিক হিন্দু মুসলিম নারী অংশ নেন।
এ সময় সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো বাংলাদেশকে সাম্প্রদায়িক মুক্ত করতে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য জাতির পিতা লড়েছেন। যে কারনে এই দেশ পেয়েছি। এটি কোন মূল্যেই নষ্ট হতে দেয়া যাবে না।