আন্তর্জাতিক সিডও দিবস পালন উপলক্ষে নেত্রকোনায় “অর্থনীতিতে নারী ও সিডও বাস্তবায়নঃ পরিপ্রেক্ষিত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শহরের অজহর রোডের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখা এর আয়োজন করে।
মহিলা পরিষদের সহ সভাপতি পারভীন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
সভার শুরুতেই আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটির পরিচালনায় আলাচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা জজ আদালতের প্যানেল আইনজীবী নজরুল ইসলাম, এডভোকেট মো. শহিদুল্লাহ, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট দিলুয়ারা বেগম, সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, সংগঠনের উপদেষ্টা নেলি বড়ুয়া, মহিলা আওয়ামী যুবলীগের নেত্রী মঞ্জু সরকার সহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও আলোচনা সভায় মহিলা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও সমাজের নানা স্থরের পেশাজীবি নারী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সিডও সনদের তাৎপর্য তুলে ধরে নারীদের বর্তমান অতীত অবস্থা তুলে ধরে আগামিতে নারী সমাজের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
তারা এসময় বলেন, এখনো অর্থনৈতিক ভাবে নারীরা পিছিয়ে আছে। এমনকি ন্যায্য শ্রমমজুরি থেকেও বৈষম্যের শিকার। রয়েছে শিক্ষার দিকে পেছানো। পাশাপাশি নারীদের মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতাও তুলে ধরেন। সরকার পারিবারিক আইন চালু করলেও এটি সম্পর্কে এখনো ধারণা নেই গ্রাম পর্যায়ের বেশিরভাগ নারীদেরই।