সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘর ভাংচুর ও হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যেগে শহীদ মিনারের সামনের সড়কে এই মানব্বন্ধন কর্মসূচি পালিত হয়। একই দাবীতে সনাতন ছাত্র পরিষদের ব্যানারে একই স্থানে পরে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্টর কমান্ডার ফোরামের এডভোকেট শিতাংশু বিকাশ আচার্য, জেলা সনাতন ছাত্র পরিষদের সভাপতি অনুজ রাজসহ আরো অনেকে।
এসময় বক্তারা শাল্লার নোয়াগাও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘর ভাংচুর ও হামলার তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও দোষী গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।