বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সেক্টর কমান্ডার ফোরামের উদ্যোগে রবিবার বিকালে তেরি বাজার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি ও সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহা। সভায় মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক বিধান মিত্র। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার ফোরামের সেক্রেটারি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননী গোপাল সরকার, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, আলী আসকার খান পুন্নি, মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি,
সেক্টর কমান্ডার ফোরামের উপদেষ্টা শিক্ষক আয়শা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী ভট্টাচার্য প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। গণজাগরণের গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। পরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।