টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সড়ক দুর্ঘটনায় আহত শহর বানু (৩৮)।
বুধবার (২৪ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
তিনি পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী।
এর আগে গত ১৯ মার্চ শুক্রবার রাতে নেত্রকোনার দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কের লক্ষ্মীপুরে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।
ওইদিন ব্যাটারী চালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শহর বানু।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ময়মনসিংহ মেডিকেল কলেজে তিনদিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ময়নাতদন্তের পর আগামীকাল বৃহস্পতিবার মরদেহ আসতে পারে দুর্গাপুরে।
এদিকে এই ঘটনারর ৬ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি ঘাতক ট্রাক ও চালকের।
এই নিয়ে এখনও ক্ষুব্দ দুর্গাপুর উপজেলার বাসিন্দারা ।
এব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম জানান, পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি।
অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তাছাড়া দুর্ঘটনার পর থেকেই ঘাতক ট্রাক ও চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে ।