Sunday, November 27, 2022
মূলপাতাঅন্যান্যসড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে কনস্টেবল সাইফুল ইসলাম (৩৪) নামে এক কোর্ট পুলিশ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাইফুল অন্য একজনকে পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পর্যন্ত এগিয়ে দেয়।
পরে নেত্রকোনা ফেরার সময় বাগড়া এলাকায় পৌঁছতেই সামনে একটি ছাগল চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ছিটকে নীচে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ৮১৪ নং কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।
নিহত সাইফুলের বাড়ি গৌরিপুর থানায়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ সংবাদ

Recent Comments